গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেলো পোশাক শ্রমিকের, সড়কে বিক্ষোব মিছিল ২ঘন্টা যানবাহন চলাচল বন্ধ
আলমগীর কবীর:
গাজীপুর মহানগরের ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে বাসনথানধীন কলম্বিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় এক পোশাক শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয় । জানা যায়,স্থানীয় পোশাক কারখানা আলিফ ক্যাজুয়েল ওয়ার লি: এ সহকারী অপারেটর হিসেবে কাজ করত ফারুক(২৫) নামের এক শ্রমিক । প্রতিদিনের ন্যায় লাঞ্চ আওয়ারে বাসায় যাওয়ার সময় রাস্তা পারাপারকালে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী শ্যামলী বাংলা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪ -৯২৩২) নামের যাত্রী পরিবহন বাসটি স্বজোরে ধাক্কা দিলে চাকার নিচে পিষ্ঠ হয়ে ঘটনা স্থলেই মারা যায়,ঐ পোশাক শ্রমিক । নিহতের গ্রামের বাড়ী,ময়মনসিংহ জেলা,মুক্তাগাছা থানার মন্ডলসেন গ্রামের আব্দুল মালেকের ছেলে ।
সড়ক দুঘর্টনায় নিহতের খবর তাৎক্ষনিক আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে । আন্দোলনরত শ্রমিকরা কয়েকটি গাড়ী ভাংচুরসহ দুঘর্টনার স্বীকার ঐ বাসটিতে আগুন ধরিয়ে দেয় । ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । প্রায় ২ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় । গাড়ী চালক ও হেলপার পলাতক রয়েছে । খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন । উল্লেখিত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানবাহন চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে উপস্থিত হন বরকত উল্ল্যাহ খান,অতিরিক্ত পুলিশ কমিশনার,জিএমপি ,মো. জাকির হাসান, এডিসি ক্রাইম,নর্থ ,জিএমপি,বাসন থানার অফিসার ইনচার্জ মালেক খসরু খান ,সিটিএসবি‘র উপ পুলিশ পরিদর্শক আকরাম হোসেন । নিহত ফারুকের লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল,গাজীপুরে পাঠানো হয়েছে ।
আলিফ ক্যাজুয়েল ওয়ার লি: এর জেনালেল ম্যানেজার টিপু সুলতান জানান,বিজিএমই ও মালিক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হবে ।